মরণজয়ী সাহাবা রা. – আল্লামা ওয়াকাদি রহ. – ফ্রি পিডিএফ ডাউনলোড – Free PDF Download

মরণজয়ী সাহাবা রা. – আল্লামা ওয়াকাদি রহ. – ফ্রি পিডিএফ ডাউনলোড – Free PDF Download এই বইটি ডাউনলোড করে নিন এখনি। আরো নতুন নতুন বই পেতে ভিজিট করুন আমাদের বই লাইব্রেরি।

মহান আল্লাহ বলেন –

পড়ো! তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন

আল কুরআন

জগতের শুরু থেকে এখন পর্যন্ত প্রত্যেক জমানায়, প্রত্যেক সময়ে কিছু মানুষ এমন ছিল যারা অজানাকে জানতে চেয়েছে, বুঝতে চেয়েছে। অনুধাবন করতে চেষ্টা করেছে বিশ্বজগতের গূঢ় রহস্য, অবলোকন করেছে পরম বিস্ময়ের সাথে মহাকাশের লীলাখেলা। এই মানুষগুলোর নিরন্তর প্রচেষ্টার ফলেই আজ আমরা এখানে দাঁড়িয়ে আছি এবং এত সুন্দর কিছু প্রযুক্তি ব্যবহার করতে পারছি, পৃথিবী এগিয়ে যাচ্ছে উন্নয়নের সোপান বেয়ে তরতর করে। এই পথচলার মাঝেই আরেকটি ক্ষুদ্র প্রয়াস আমাদের এই ওয়েবসাইট। এখানে বাংলাভাষায় এবং অন্যান্য সকল ভাষায় পরবর্তীতে সর্বাধিক বইয়ের লাইব্রেরি করার ইচ্ছা আমাদের রয়েছে। বারবার এই সাইট বন্ধ হয়েছে, অন্য নামে আবার এসেছে, আসবে। এইজন্যে আপনাদের সাপোর্ট প্রয়োজন। আপনারা প্রতিনিয়ত সাইটে ভিজিট করে যাবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আমাদের জানাবেন কোনো সমস্যা থাকলে।

বইটি সম্পর্কেঃ

অনুবাদঃ আবুল হুসাইন আলে গাজী

পৃষ্ঠাসংখ্যাঃ ২১০

মরণজয়ী সাহাবা রা. – বইটির এক ঝলকঃ

রবীআ বিন কাইস বলেন, আবু বকর রা. রাত্রে ঘুমালেন। স্বপ্নে দেখলেন যে, আমর ইবুনল আস একটি সবুজ, সমতল ও প্রশস্ত ভুমিতে যাওয়ার উদ্দেশ্যে ঘোড়ায় আরোহণ করলেন। অতপর তাঁর পেছনে তার সাথীরাও গমন করলেন। দেখা গেল, তাঁরা একটি প্রশস্ত ভূমিতে গিয়ে আরাম করছে। আবু বকর রা. স্বপ্নে যা দেখলেন তাতে জাগ্রত হয়ে আনন্দিত হলেন। স্বপ্নের বৃত্তান্ত বর্ণনা করা হলে উসমান রা. বললেন, এটা বিজয়ের প্রতি ঈঙ্গিতবহ। তবে আমর খ্রিষ্টান মুশরিকদের মোকাবেলায় কঠিন পরিস্থিতির সম্মুখীন হবেন। অতঃপর ঐ পরিস্থিতি থেকে মুক্তি পাবেন । রোম সম্রাটের ভীতি
জাহেলিয়াত ও ইসলামের যুগে কিছু নিম্নবর্ণের লোক সিরিয়া থেকে গম, যব, তেল, কাপড় ও সিরিয়ার অন্যান্য পন্য এনে মদীনায় বিক্রি করত। এ ধরণের কিছু লোক মদীনায় ছিল। খলীফাতুল মুসলিমীন হযরত আবু বকর রা. তাঁর সৈন্যদের মদীনায় উপস্থিত করে আমর ইবনুল আসের নেতৃত্বে ফিলিস্তিন ও ঈলিয়া পদানত করার জন্য প্রেরণের আয়োজন এবং আমর ইবনুল আসের প্রতি আবু বকর রা. এর অসিয়তের বিষয়টা ঐ লোক গুলো জানতে পারে। ফলে তারা এ বিষয়টা অবহিত করার জন্য রোম সম্রাট হিরোক্লিয়াসের নিকট চলে যায়। সম্রাট তাদের কথা শোনার পর তার সভাসদ ও সেনাপতিদের উপস্থিত করে তাদেরকে বিষয়টা অবহিত করলেন এবং বললেন, হে রোমবাসী! আমি তোমাদেরকে পূর্বেই সতর্ক করেছিলাম । এ নবীর অনুসারীরা আমার এ সিংহাসন ও রাজমুকুট ছিনিয়ে নেবে এবং খুব শীঘ্রই তারা তোমাদের এ রাজ্যের মালিক হয়ে যাবে। তাবুকে তোমাদের যে সৈন্য পাঠানো হয়েছিলো তারা সবাই নিহত হয়েছে। মোহাম্মদের খলীফা তাঁর সৈন্যদের রওনা করে দিয়েছেন। তারা শীঘ্রই এসে পৌঁছবে। এ দুর্যোগের সময় তোমাদের উচিত হবে নিজেদের ব্যাপারে সতর্ক হওয়া এবং তোমাদের দ্বীন, পরিবার-পরিজন ও জানমনের রক্ষাকল্পে অন্তর খুলে যুদ্ধ করা। এ সময় যদি তোমরা অলসতা কর, তাহলে জেনে রেখ, আরবরা তোমাদের রাজ্য ও ধন-সম্পদের অধিকর্তা হয়ে বসবে। সম্রাটের এ কথা শুনে তারা কান্না-কাটি শুরু করে। হিরোক্লিয়াস তাদের কান্না দেখে বললেন, পুরুষ হয়ে কাঁদছো! কাঁন্না তো মেয়েদের কাজ, এ কান্না ছেড়ে দাও। হিরোক্লিয়াসের প্রধানমন্ত্রী বললেন, যে লোক গুলো আপনার কাছে মসুলমানদের আগমনের খবর নিয়ে এসেছেন তাদেরকে ডেকে আরো কিছু জিজ্ঞেস করা দরকার। সম্রাটের নির্দেশে এক সৈন্য গিয়ে লাখম গোত্রের এক খ্রীষ্টানকে নিয়ে এলো। সম্রাট তার কাছে জানতে চাইলেন, তোমরা মদিনা ছেড়ে এসেছো কতদিন হয়েছে? বললো, পঁচিশ দিন। সম্রাট বললেন, মুসলমানদের বর্তমান নেতা কে? লোকটি বললো, তাদের বর্তমান নেতা হচ্ছে আবু বকর। তিনি একদল চতুর, চালাক ও জানবাজ সৈন্য সংগঠিত করে আপনার দেশের দিকে প্রেরণ করেছেন। সম্রাট বললেন, তুমি কি আবু বকর কে দেখেছো? বললো, দেখেছি। তিনি তো নিজেই আমার নিকট থেকে চার দিরহাম দিয়ে একটি চাদর ক্রয় করেছেন এবং সেটি তার নিজের কাঁধের উপর রেখেছেন। তিনি সাধারণ মানুষের মতো দুটি কাপড় পরিধান করেই বাজারে আসেন। মানুষের অধিকারের প্রতি লক্ষ্য রেখে দুর্বলদের অধিকার শক্তিমানদের কাছ থেকে নিয়ে দেন। প্রত্যেক ব্যাপারে ধনী ও দরিদ্র উভয়কে সমান দৃষ্টিতে
দেখেন ।
এর পর সম্রাট হিরোক্লিয়াস বললেন, ঠিক আছে। এবার তাঁর শারীরিক গঠনের বর্ণনা দাও। লোকটি বললো, তিনি লম্বা ও গোধুলী বর্ণের, তাঁর মুখমন্ডল হালকা পাতলা এবং তাঁর সামনের দাঁতগুলো খুব সুন্দর। এ বর্ণনা শুনে হিরোক্লিয়াস হেসে উঠলেন এবং বললেন, তিনি মুহাম্মদের সে খলিফা, যার পরিচিতি আমরা আমাদের কিতাব ইঞ্জিলে পেয়েছি। আর আমাদের কিতাবে এও উল্লেখ আছে, এ ব্যক্তির পর যাকে খলীফা নির্বাচিত করা হবে তিনি লম্বা ও দ্রুতগামী সিংহের মত হবেন এবং তাঁর হাতে ব্যাপক বিজয় ও শত্রুদের দেশান্তর ঘটবে।
সম্রাটের মুখে এ কথা শুনে খ্রিষ্টান লোকটির নিঃশ্বাস আটকে যাবার উপক্রম হলো এবং বললো, এ ধরণের এক লোককেও তাঁর সাথে দেখেছি। তিনি সব সময় তাঁর সাথে থাকেন ।
সম্রাট হিরোক্লিয়াস বললেন, তাদের ব্যাপারে এখন আমি নিশ্চিত হলাম । আমি রোমানদের হিদায়াত ও সৎপথে ডেকেছি, কিন্তু তারা আমার কথায় কান দেয়নি। শীঘ্রই আমার সাম্রাজ্যের পতন ঘটবে।
এর পর সম্রাট হিরোক্লিয়াস স্বর্ণের একটি ক্রুশ বানিয়ে সেনাপতি রোবীসকে দিয়ে বললেন, আমি তোমাকে সকল সৈন্যের অধিনায়ক নিযুক্ত করলাম। তুমি যত তাড়াতাড়ি সম্ভব গিয়ে মুসলিম বাহিনীর দখল থেকে ফিলিস্তিনকে মুক্ত রাখার ব্যবস্থা কর। কারণ, তা একটি উর্বর ও সমৃদ্ধ ভূখন্ড এবং তা আমাদের সম্মান ও সাম্রাজ্যের উৎস ভুমি। রোবীস সেদিনই সৈন্যদের সংগঠিত করে ক্রুশ নিয়ে আজনাদীনের দিকে রওয়ানা হয় ।

বইটি ডাউনলোড করে নিন নিচের দেয়া লিঙ্ক থেকে এবং পড়ে নিন সহজেই। লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করতে না পারলে আমাদের জানিয়ে দিন। ফিক্স করে দেয়া হবে। অথবা নিচে কমেন্ট করুন কেমন লাগলো বইটি!

বই পড়া অনেকের জন্য নেশা, অনেকের জন্য পরম ভালোবাসার একটি বস্তু। এই বইকে আমরা সহজলভ্য এবং সহজে পাওয়ার বস্তু হিসেবে উপস্থাপন করতে চাইছি, তাই আমাদের সাইট আমরা ডিজাইন করেছি ইউজার ফ্রেন্ডলিনেস বজায় রেখে। সাইটের কোনো ধরনের ইস্যু নিয়ে কোনো মতামত থাকলে জানাতে পারেন, এবং বই এর জন্যে রিকুয়েস্ট করতে পারেন উপরে বাটন দেয়া আছে নিচেও লিঙ্ক দেয়া আছে। সর্বোপরি সকলের সহযোগিতা কাম্য সাইট চালাতে হলে, ইনশাআল্লাহ আমরা সকলেই বই পড়ে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে পারবো!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top